ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে আ.লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: সারজিস আলম

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৮:০০ পিএম
বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এই দেশে আর কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। জুলাই সনদের আইনগত ভিত্তি এবং অভ্যুত্থানে যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা থাকবে না।’

সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদের কিছু উপদেষ্টা জুলাইয়ের যে গতি বা শক্তির সঞ্চয় হিসেবে কাজ করার কথা ছিল, তা করতে ব্যর্থ হয়েছেন।’

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় উপস্থিত হয়ে সারজিস আলম আরও বলেন, উপদেষ্টারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না। দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল—তাই উপ-দেষ্টাদের উচিত সেই বিশ্বাসকে সম্মান জানানো।

তিনি বলেন, ‘উপদেষ্টাদের চরিত্রের শেষটা জনগণ দেখতে চায়। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে নিরাপদে পদত্যাগ করতে পারেন, তা নিয়ে ভাবছেন। কিন্তু তারা যেন চুপি চুপি দায়মুক্তভাবে চলে না যান। নির্বাচনের মাধ্যমে বিদায় নেওয়া কোনো সম্মানের বিষয় নয়।’

সারজিস আলম অভিযোগ করে বলেন, ‘উপদেষ্টাদের আচরণের কারণে বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। তিনি জানান, ফেব্রুয়ারির মধ্যে যদি জুলাই সনদের আইনগত ভিত্তি এবং গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচার সম্পন্ন হয়, তাহলে সেই ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কোনো ফর্মেই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ ঘোষণা, প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে আগের মতোই ছাত্র-জনতা আবার রাজপথে অবস্থান নেবে।’

এর আগে সারজিস আলম রাজশাহীতে অনুষ্ঠিত এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় জেলা নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন। পরে দলের কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। সন্ধ্যা সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নেন।

সভায় এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।