বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে সন্তানদের জন্ম দেন লামিয়া আক্তার (২৫)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সিংরাকাঠি গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী সোহেল হাওলাদারের স্ত্রী।
জানা যায়, স্বাভাবিক প্রসবের মাধ্যমে পাঁচ নবজাতকের জন্ম হয়। পরে নিবিড় পর্যবেক্ষণের জন্য মা ও নবজাতকদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানান, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, একসঙ্গে পাঁচ শিশুর জন্ম খুবই বিরল ঘটনা। তবে চিকিৎসা দলের তৎপরতায় পুরো প্রসব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।
স্বজনরাও জানিয়েছেন, মা ও শিশুদের অবস্থা স্থিতিশীল এবং সবাই সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।