ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৯:১১ পিএম
স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে আজ (৬ অক্টোবর) পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়।

সোমবার (৬ অক্টোবর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজার ও দেশীয় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতি বিবেচনা করে অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দর বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন, যার প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও।

বিশ্লেষকরা মনে করছেন, টাকার অবমূল্যায়ন ও বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বাড়ায় আগামী দিনগুলোতেও দেশের বাজারে স্বর্ণের দাম উচ্চ পর্যায়েই থাকতে পারে।