ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

৬ মাসে ডিএমপির অভিযানে  গ্রেপ্তার ১১ হাজার ৩২৩ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:৩৩ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ৬ মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এ সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ২ হাজার ৭৭১ জনকে কারাদ- এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদ-ে দ-িত করা হয়েছে।

গতকাল সোমবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদ-) দেওয়া হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

নিষ্পত্তি মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক-সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার কার্যক্রমের এ প্রক্রিয়ার ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় বদ্ধপরিকর এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।