কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার(৬), একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ(০৪)। তারা আপন খালাতো ভাই-বোন। এই ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে থাকে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় আশপাশের পুকুরগুলোতে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে ৬টা ৪৫ মিনিটে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।