নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কোরআন মুসলমানদের পবিত্র গ্রন্থ। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। ধর্ম নিয়ে কটূক্তি বা অবমাননামূলক আচরণ সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তাই এমন অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।