সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর পাশে করতোয়া নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় দুই নৌকার বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রোববার বিকেলে এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসির বাইছাল সামছুল (২৮) গুরুতর আহত অবস্থায় উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে নিউ শারীর ভিটা এক্সপ্রেস পানসির বাইছালদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাকপ্রতিবন্ধী ফরিদ, স্বপন, মৃদুল ও রাজা। প্রতিযোগিতার আয়োজন করেন নৌকাবাইচ কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
স্থানীয়রা জানান, পাবনার আমিনপুর থানার শারীর ভিটা গ্রামের শারীর ভিটা এক্সপ্রেস এবং উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি দুটি বাইচ চলাকালে একে অপরের সঙ্গে চেপে যায়। এ সময় একটি নৌকা আরেকটিকে ধাক্কা দিলে উভয় পক্ষের বাইছালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করে।
শারীর ভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া ও নিউ একতা এক্সপ্রেস পানসির পরিচালক নজরুল ইসলাম শাহিন উভয়েই একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন।
এ বিষয়ে বাইচ কমিটির সদস্য এস এম আল আমিন হোসেন বলেন, ‘দুই নৌকা পাশাপাশি চেপে যাওয়ার কারণেই সংঘর্ষ ঘটে। তবে পুলিশের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’ তিনি আরও জানান, পরবর্তীতে আরও চার জোড়া নৌকাবাইচ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘সোনতলায় করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে দুটি পানসি পাশাপাশি চেপে গেলে গোলযোগ হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’