ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দীর্ঘদিনের প্রত্যাশিত সোনাখালী-পাঁচগাঁও সড়কে নির্মিত নেওরাগাঙ সেতুটি ছয় মাস আগে নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছে না এলাকাবাসী।
জানা যায়, প্রায় ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নিতি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর নির্মাণকাজ শেষ করে। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনো অচল। ফলে স্থানীয়দের পারাপারের ভরসা সেই পুরোনো বাঁশের মইই রয়ে গেছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত কারখানার শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। ইউনিয়ন পরিষদও সড়কের এক পাশে থাকায় সাধারণ মানুষকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা আলম মিয়া বলেন, ‘ঠিকাদার সেতুর কাজ শেষ করে চলে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মই বেয়ে উঠতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকারও হচ্ছেন।’ মুক্তিযোদ্ধা মতিন পাঠান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন তো মনে হচ্ছে সেতু না বানালেই ভালো হতো, কারণ ব্যবহারই করতে পারছি না।’
নিতি এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ‘খালে এখনো পানি থাকায় সংযোগ সড়কের কাজ শুরু করা যায়নি। পানি কমলে কাজ শুরু হবে।’
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম বিস্তারিত কিছু না জানালেও বলেন, ‘কাজ এখনো বুঝে নেওয়া হয়নি, তাই বিলও পরিশোধ করা হয়নি। কাজ শেষ ও সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন হলে তা গ্রহণ করা হবে।’
দুপাড়ের ভুক্তভোগী এলাকাবাসীর দাবি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালু করা হোক, যাতে বহু প্রতীক্ষিত এই প্রকল্পের সুফল তারা ভোগ করতে পারেন।