ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০১:৪১ এএম
ছবি- সংগৃহীত

দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটির অনুমোদন দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের এ তথ্য জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. সজিব হোসেনকে আহ্বায়ক ও মো. মেহেদী হাসানকে সদস্যসচিব করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; জান্নাতুল ফেরদৌস ইসলাম মুনাজকে আহ্বায়ক ও মো. ফয়সাল সরকারকে সদস্যসচিব করে জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রদল; মীর আশিককে আহ্বায়ক ও আদিবুল হাসান খানকে সদস্যসচিব করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ছাত্রদল এবং মো. আসিফ সিদ্দিকি উচ্ছ্বাসকে আহ্বায়ক ও মো. মুশফিকুর রহমান রুদ্রকে সদস্যসচিব করে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া আব্দুল্লাহ আল শাহরিয়ার নাভিদকে আহ্বায়ক ও মো. রানা আহমেদকে সদস্যসচিব করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ছাত্রদল; আবু হোরায়রাকে আহ্বায়ক ও মো. মানজুরুল ইসলামকে সদস্যসচিব করে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. জাহিদ হাসান জেনিতকে আহ্বায়ক ও সজীব আহমেদ রানাকে সদস্যসচিব এবং মো. সিহাব উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. মশিউর রহমান খানকে আহ্বায়ক ও এমদাদুল হক সোহাগকে সদস্যসচিব এবং মো. পারভেজ আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।