বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজনীতি করি দেশের জনগণকে কেন্দ্র করে। দেশের মানুষ যখনই স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের মানুষ ও বিএনপি একে অপরের পরিপূরক।’
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম গ্রামে বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব আকন-এর (৭০) সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ২০১৪ সালের উপজেলা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় পঙ্গু হয়ে যাওয়া মোতালেব আকনের খোঁজখবর নেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘আজ মোতালেব সাহেবকে হুইলচেয়ারে বসা দেখতে হচ্ছে, এটি রাজনৈতিক প্রতিপক্ষের হামলার ফল। আমি বাধ্য হয়ে প্রবাসে আছি বহু বছর ধরে। গত ১৭ বছরে, বিশেষ করে গত বছরের জুলাই মাসসহ, বিএনপি ও সাধারণ মানুষ বহু আন্দোলন করেছে ভোটাধিকার ও রাজনৈতিক অধিকারের জন্য। অনেক মানুষ শহীদ হয়েছেন। এখন সময় এসেছে মতভেদ ভুলে এক জায়গায় আসার।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ ভিন্ন হতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সংঘাত ও হানাহানি থেকে সরে এসে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যের পথ খুঁজে নিতে হবে।’
আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমরা চাই মেধা, প্রতিযোগিতা ও সৃজনশীলতার ভিত্তিতে জাতি গড়ে উঠুক। আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ—তাদের সুযোগ দিতে হবে। পাশাপাশি যারা পিছিয়ে আছে, তাদেরও পাশে থাকতে হবে। আমরা এমন একটি পরিকল্পনা করছি যাতে দেশের কোটি তরুণ-তরুণী সৎ পথে উপার্জন করতে পারে, অন্তত ন্যূনতমভাবে টিকে থাকতে পারে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালগুলোতে যেন কেউ মেঝেতে না শোয় প্রত্যেকের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকরা দুর্যোগ ও সংকটেও হাল ছাড়েননি, তাই আমরা ভাবছি কীভাবে তাদের আরও কার্যকরভাবে সহায়তা করা যায়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
উল্লেখ্য, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের প্রধান সমন্বয়ক ছিলেন আব্দুল মোতালেব আকন। নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। ওই বছরের ৩ এপ্রিল রাতে নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন। এতে তার মেরুদণ্ড ও পাঁজরের হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং বুকের নিচ থেকে শরীর অচল হয়ে পড়ে।