ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ফুলবাড়ীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৯:৫০ পিএম
দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে মাদক কারবারিদের কাছ থেকে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি বাটন মোবাইল ফোন সেট ও একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরও দুই মাদক কারবারি।

পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামের নুর আমিনের ছেলে এনামুল হক এনা (২৮) ও বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত শামসুল হকের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪২)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম সোমবার দুপুর ১টা নাগাদ উপজেলার মধ্য কাশিপুর এলাকায় অভিযান চালায়। ওই এলাকার পেশাদার মাদক কারবারি এনামুল হকের বসতবাড়িতে অভিযান চালিয়ে অপর মাদক কারবারি নওদাবশ এলাকার জিয়াউর রহমান জিয়াকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা নিজেদের পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং বিক্রির উদ্দেশ্য গাঁজা নিজেদের হেফাজতে রেখেছেন বলে জানায়।

এ ছাড়াও মাদক কারবারের সাথে আরও দুই জন জড়িত আছে বলে স্বীকার করে। পরে পুলিশ সেখান থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি বাটন মোবাইল ফোন ও ১টি পুরাতন মোটরসাইকেলসহ আটককৃতদের থানায় নিয়ে আসে। 

পুলিশের এই অভিযানে পলাতকরা হলেন মধ্য কাশিপুর এলাকার নুর আমিনের ছেলে রানামুল শেক রানা (২৫) ও তার স্ত্রী সাবিনা বেগম (৫০)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার জনের বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।