ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

প্রবারণা পূর্ণিমায় নানা আয়োজনে মুখর পটিয়ার বৌদ্ধ বিহারগুলো

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম)
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১০:১২ পিএম
প্রবারণা পূর্ণিমায় নানা আয়োজন। ছবি- রূপালী বাংলাদেশ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ও বর্ণিল উৎসবের আয়োজন।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত উপজেলার শান্তির হাট বৌদ্ধ বিহার, কেলিশহর রাজ বৌদ্ধ বিহার, দক্ষিণ ভূর্ষি মহাবোধি বিহার, ঊনাইনপুরা বিহারসহ বিভিন্ন বিহারে ছিল আলোকসজ্জা, ফানুস উড়ানো, ধর্মদেশনা, দান ও প্রার্থনা।

বিহারগুলোতে আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা সভা, প্রদীপ প্রজ্বালন ও বৌদ্ধ পতাকা উত্তোলন অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে ভক্তবৃন্দ দিনটি পালন করেন বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে।

পটিয়া কেন্দ্রীয় বিহারের প্রধান ভিক্ষু ভদন্ত ধর্মবোধি মহাস্থবির সংঘপ্রিয় মহাথেরো বলেন, ‘প্রবারণা পূর্ণিমা হলো আত্মশুদ্ধি ও পরিশুদ্ধির উৎসব। ভিক্ষুরা আশ্বিন মাসের পূর্ণিমায় বর্ষাবাস শেষে নিজেদের ভুল-ত্রুটি স্বীকার করে প্রবারণা সম্পাদন করেন।’

সন্ধ্যার পর থেকে বিহার প্রাঙ্গণে ফানুস উড়ানো ও ফুল-প্রদীপের সাজে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু পূণ্যার্থীর আগমন ঘটে উৎসবে অংশ নিতে।

উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।