ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১০:০৫ পিএম
বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে নীরব (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীরব স্থানীয় নাজমুলের ছেলে এবং কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির পাশে ফুটবল খেলছিল নীরব। এ সময় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে সে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বাড়ির পাশে খেলার সময় বজ্রাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে রয়েছে।