ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৯:০৪ পিএম
অভিযুক্ত জহিরুল ইসলাম ওরফে বাবু। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার মামলায় জহিরুল ইসলাম বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷

সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন টিপু এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবু সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিউর রহমানের ছেলে।

অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান জানান, ২০২২ সালের ১৫ জুলাই অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) ও দুই মেয়ে সুমাইয়া (৯) এবং সাফিয়াকে (২) নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন বাবু। পথে চাঁপাতলা গ্রামে নিয়ে তিনজনকেই শ্বাসরোধে হত্যা করেন। পরে চেঙ্গুটিয়া এলাকার এক বাগানে তাদের মরদেহ ফেলে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

পরদিন নিহত সাবিনা ইয়াসমিনের বাবা মুজিবুর রহমান অভয়নগর থানায় বাবুর বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১১ বছরের দাম্পত্য জীবনে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটান বাবু।

অভয়নগর থানার এসআই গোলাম হোসেন ২০২২ সালের ৩০ নভেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত বাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।