ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

বাড্ডায় হত্যাচেষ্টা মামলার  পলাতক আসামি গ্রেপ্তার 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:১৩ পিএম

রাজধানীর বাড্ডা এলাকা থেকে গুলি করে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মো. পলাশকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গত রোববার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল পূর্ব পদরদিয়া সাতারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পলাশ ওই এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। 

র‌্যাব জানায়, মামলার ৪ নম্বর আসামি কাউসার এবং তার কর্মচারীরা মুন্নার ভাতের হোটেলে বিভিন্ন সময় খাবার খেয়ে ২২ হাজার টাকা বকেয়া রাখে। মুন্না তার হোটেলের বকেয়া টাকা কাউসারের কাছে চাইলে আসামি তাকে বিভিন্ন কথা বলে ঘুরাতে থাকে। এ ঘটনার বিষয়ে মুন্না এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বাদীকে জানান। বাদী ৪নং আসামির দোকানে গিয়ে মুন্নার খাবারের বকেয়া টাকা পরিশোধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামি (কাউসার) টাকা দেবে না বলে ক্ষিপ্ত হয়ে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর দুপুরে বাড্ডার পূর্ব পদরদিয়া ফাজিল বেপারী মসজিদ রোডের মান্নান টিম্বারের পাশে রাস্তার ওপর আসামিরা পিস্তল দিয়ে তিনটি গুলি করে বেলাল হোসেনকে হত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে গত ৪ অক্টোবর বেলাল হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। যার মামলা নং-০৫। 

গ্রেপ্তারের বিষয়টি করে গতকাল র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঘটনার সঙ্গে জড়িত মামলার ৩নং আসামি পলাশ পূর্ব পদরদিয়া সাতারকুল এলাকায় আত্মগোপনে আছেন। 

তিনি জানান, খবর পেয়ে র‌্যাব-১-এর একটি চৌকস আভিযানিক দল রোববার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।