এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মহাখালী শাখার অধীনে পরিচালিত বুথটি হাসপাতালের সব ফি জমা নেওয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধাদি দেবে। বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন।