ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

সালিশে জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০২:০৭ এএম

রাজশাহীর বাঘায় চোরাই পণ্য বিক্রির সময় তিন চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে সালিশ বৈঠকে তাদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বিষ্ট ম-লের বাজারে এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। আটক ব্যক্তিরা হলেনÑ বাউসা ইউনিয়নের হেদাতিপাড়ার নাজমুলের ছেলে আসলাম হোসেন (১৯), ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৬) এবং বুলবুলের ছেলে জাকির হোসেন (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সালিশ বৈঠকের প্রধান প্রভাষক আবু তাহের। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে বিষ্ট ম-লের বাজারে চোরাই পেঁয়াজ বিক্রি করতে আসে ওই তিনজন। তারা ব্যবসায়ী বাবর আলীর কাছে ৮১ কেজি পেঁয়াজ বিক্রি করছিল। হঠাৎ এত পরিমাণ পেঁয়াজ বিক্রি করতে দেখে স্থানীয়রা সন্দেহ করে তাদের আটক করে।