ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

শ্রেণিকক্ষে টিকটক, ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৮:২৭ পিএম
শ্রেণিকক্ষে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার। ছবি- সংগৃহীত

শ্রেণিকক্ষে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো আব্দুল রকিব, নাঈম খান ও ইমানী মিয়া।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি টিফিন পিরিয়ডে শ্রেণিকক্ষে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় কয়েকজন শিক্ষার্থী। ওই ভিডিওতে কিছু ছাত্রীকে তাদের অজান্তে যুক্ত করা হয়।

প্রধান শিক্ষক বলেন, ভিডিওটি ৪ অক্টোবর নজরে আসার পর তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তারা অভিভাবকদের সঙ্গে এসে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে, অন্যথায় স্থায়ী বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে কেউ মোবাইল আনলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান শিক্ষক।