জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণ-অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে পানি পান করিয়ে গণ-অনশন ভাঙান তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।’
এর আগে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রাজধানীর কাকরাইল মোড়ে গণ-অনশন কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) বিকেল পৌনে চারটায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে গণ-অনশন কর্মসূচি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ।
তিনি বলেন, ‘এখন থেকে আমাদের গণ-অনশন শুরু। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের গণ-অনশন কর্মসূচি চলবে। এর ফলে কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষক অসুস্থ বা কিছু হলে এর দায়ভার এ সরকারকেই নিতে হবে।’
আপনার মতামত লিখুন :