নরসিংদীর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যখন থমকে যায় ব্যান্ড অড সিগনেচারের পথচলা, তখন কেউ কল্পনাও করেনি এত দ্রুত আবার ফিরে আসবে এই তরুণ ব্যান্ডদল।
সেই দুর্ঘটনায় প্রাণ হারান ব্যান্ডের ভোকাল আহসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাস চালক আবদুস সালাম। আহত হন সদস্য সাকিন, আকিব ও অমিতাভ। তাদের গন্তব্য ছিল সিলেটের এমসি কলেজ। একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছিল তারা।
সকাল ৫টার দিকে ড্রিম হলিডে পার্কের সামনে ঘটে সেই দুর্ঘটনা, যেখানে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিয়াল ও সালাম ঘটনাস্থলেই নিহত হন।
এই শোক আর দীর্ঘ নীরবতার পর গত ৩০ এপ্রিল ফেসবুক প্রোফাইল পিকচারে পরিবর্তন আনে অড সিগনেচার। কোনো শব্দ নয়, ক্যাপশনে শুধু লেখা ছিল - ‘কামিং সুন’।
সেই একটিমাত্র বাক্যে ইঙ্গিত মিলেছিল, তারা ফিরছে। এরপর একে একে দুই পর্বে প্রকাশ পায় তাদের ডকুমেন্টারি - একটা আবেগ, একটা ইতিহাস, একটা প্রতিজ্ঞা। ব্যান্ডটির নতুন অধ্যায় শুরু হচ্ছিল যেন নীরব শপথে।
 
অবশেষে ১৪ মে তারা শেয়ার করে নতুন এলবাম ‘জগৎ মঞ্চ’র কাভার আর্ট। সেইসঙ্গে ঘোষণা দেয়: ১৭ মে আসছে পূর্ণাঙ্গ এলবাম। ঠিক তখনই বোঝা গেল, থেমে থাকেনি তারা, থামতে দেয়নি ভালোবাসা, স্বপ্ন আর সংগীত।
এই ফেরাটা শুধু একটি ব্যান্ডের ফিরে আসা নয় - এ যেন মৃত্যুকে হার মানিয়ে জীবনের জয়গান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন