ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

রূপালী বাংলাদেশের নামে ভুয়া তথ্যে ফটোকার্ড ছড়ানো হচ্ছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৮:৪০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে রূপালী বাংলাদেশের নামে ভুয়া তথ্যে ছড়ানো ফটোকার্ড।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রূপালী বাংলাদেশের নাম-লোগো নকল করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে।

বিষয়টি রূপালী বাংলাদেশ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে।

নিশ্চিত করা যাচ্ছে যে, মূলত এটি একটি ভুয়া ফটোকার্ড।

রূপালী বাংলাদেশ এ ধরনের কোনো নিউজ বা ফটোকার্ড করেনি।

ধারণা করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর উদ্দেশ্যে এই ফটোকার্ড তৈরি করেছে কোনো কুচক্রী মহল। 

এ বিষয়ে রূপালী বাংলাদেশের সব পাঠক-দর্শকসহ জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।