ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

‘বাংলাদেশে চীনের সেনা উপস্থিতি’, মার্কিন প্রতিবেদনের বিষয়ে স্পষ্ট করলেন রাষ্ট্রদূত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৭:৩৪ পিএম
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি- সংগৃহীত

বাংলাদেশে চীনা সামরিক বাহিনীর উপস্থিতি সংক্রান্ত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ‘সঠিক নয়’ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

তিনি বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয়, বাংলাদেশে চীনের কোনো সামরিক উপস্থিতি নেই।’

বুধবার (২৮ মে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী শনিবার চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায় আসছেন। তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এ সফরে চীন ও বাংলাদেশের মধ্যে একাধিক বাণিজ্যিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

অন্যদিকে, পৃথক এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে প্রথমবারের মতো দেশটিতে শুল্কমুক্তভাবে বাংলাদেশি আম রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি চীন বাংলাদেশের চামড়া আমদানিতেও আগ্রহ দেখিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি’ (ডিআইএ) কর্তৃক প্রকাশিত ‘বার্ষিক হুমকি মূল্যায়ন’ প্রতিবেদনে দাবি করা হয়, চীন বাংলাদেশ, পাকিস্তান এবং মিয়ানমারসহ বিভিন্ন দেশে সামরিক উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা করছে। এই প্রতিবেদনের প্রেক্ষিতেই চীনা রাষ্ট্রদূতের এই প্রতিক্রিয়া আসে।