প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামাত। শনিবার সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয় এবং এরপর একে একে আরও ৪টি জামাত অনুষ্ঠিত হয়।
ভোরের আলো ফোটার সাথে সাথেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঈদের জামাতে অংশ নিতে বায়তুল মোকাররমে হাজির হন।
বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিশু এবং তৃতীয় লিঙ্গের সদস্যরাও নামাজে অংশ নেন। তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।

সকাল ৭টায় অনুষ্ঠিত জামাতে প্রথমবারের মতো অনেকেই জাতীয় মসজিদে এসে উচ্ছ্বসিত, যা ছিল তাদের জন্য জাতীয় মসজিদে প্রথম ঈদের নামাজ আদায়ের অভিজ্ঞতা।
প্রথম জামাতের পর সকাল ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং বেলা পৌনে ১১টায় পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি জামাতের আলোচনা ও খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করা হয়। ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে বায়তুল মোকাররম ও এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের জন্য দোয়া করা হয়।
মুসল্লিরা মহান আল্লাহর কাছে তাদের কোরবানি কবুল হওয়ার আকুতি জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন