ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

‘লাল মার্চ’ কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১২:২৬ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

জুলাই সনদের আগামী মঙ্গলবার (১ জুলাই) ‘লাল মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

ইনকিলাব  মঞ্চের মুখপাত্র বলেন, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচীতে জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশ নেবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান থাকবে।
 
শরিফ ওসমান হাদি বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়। এই সরকারকে প্রথম প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের।


 
তিনি বলেন, ‘৮ অগাস্ট নতুন বাংলাদেশ দিবস হতে দেয়া হবে না। যদি হয় তাহলে ৮ আগস্ট জুলাই বেহাত দিবস পালন করা হবে।’