সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ‘রাতের ভোট’সহ প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এই জবানবন্দি দেন।
এর আগে, গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে বিএনপি। মামলায় অভিযোগ আনা হয়- আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে ভোটের অধিকার হরণ করা হয়েছে।
এ মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, এদের একজন কে এম নুরুল হুদা।
মামলার পরদিন সন্ধ্যায় স্থানীয় জনগণ নুরুল হুদাকে রাজধানীতে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে বিএনপির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুরুল হুদা নির্বাচন পরিচালনায় চাপ, রাজনৈতিক হস্তক্ষেপ এবং অনিয়মের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন।