ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

সরকারি দপ্তরে অর্ধেক লোক কাজ করে না: আসিফ নজরুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৫:২২ পিএম
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের সরকারি বিভিন্ন অফিসে অর্ধেকের বেশি কর্মী প্রকৃতপক্ষে কোনো কাজ করেন না, শুধু বসে থাকেন। সরকারি চাকরিতে অনেককেই ‘সই দেওয়ার চাকরি’ দিয়ে অকারণে নিয়োগ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘‘সরকারি দপ্তরে কোনো একটি ফাইল অনুমোদনের জন্য ৩-৪ জনের সই যথেষ্ট হলেও সেখানে ১০-১২ জনের সই নেওয়া হয়। এভাবে অহেতুক কর্মী নিয়োগ দিয়ে ‘সই দেওয়ার চাকরি’ সৃষ্টি করা হয়েছে।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন পূর্ণকালীন শিক্ষক ছিলেন। বাস্তবে ২০ জন শিক্ষক দিয়েই সব কাজ সম্পন্ন করা যেত। বাকি ১৫ জনকে অপ্রয়োজনে নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক প্রভাব বা দলীয় বিবেচনায়।’

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘প্রায় সব অফিসে গিয়ে দেখি কর্মকর্তারা অভিযোগ করেন, গাড়ি নেই, কম্পিউটার নেই, লোকবল কম। অথচ বাস্তবতা হলো, যত জন কর্মী রয়েছেন, তাদের অন্তত ৫০ শতাংশের কাজই নেই। তারা কেবল অফিসে বসে সময় কাটান।’

এ সময় তিনি প্রশাসনিক কাঠামোতে সংস্কার আনার ওপর গুরুত্বারোপ করেন এবং দক্ষতা ও প্রয়োজন বিবেচনায় নিয়োগ দেওয়ার আহ্বান জানান।