ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:০৪ পিএম
বাংলাদেশ সরকারের লোগো- সংগৃহীত

আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে যুক্ত হয়েছে পবিত্র আশুরার সরকারি ছুটি, যা পড়েছে রোববার (৬ জুলাই)।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৬ জুলাই পবিত্র আশুরা উপলক্ষ্যে সারাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শুক্রবার থেকে রোববার—এই তিন দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তর।

একইসঙ্গে এ সময়ে দেশের সব ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহও।

তবে জরুরি পরিষেবা প্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যথারীতি খোলা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।