শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১০:৩৩ পিএম

প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না এনসিপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১০:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নির্বাচনি প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’ ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (৯ জুলাই) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রশিদ মাছউদ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে এটি আমাদের সিডিউলে থাকছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।

সম্প্রতি দুটি রাজনৈতিক দল ‘নাগরিক ঐক্য’ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহারের দাবি জানিয়েছে। নাগরিক ঐক্য কেটলি প্রতীকের পরিবর্তে শাপলা দাবি করে, অন্যদিকে নবনিবন্ধনের আবেদনকারী এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চায়।

তবে শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এ বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনি প্রতীক তালিকা থেকে শাপলাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ইসি জানায়, সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে স্পষ্টভাবে বলা রয়েছে এবং এ নিয়ে আইন ও বিধিমালা রয়েছে। তাই জাতীয় প্রতীককে রাজনৈতিক প্রতীকে রূপান্তর করার সুযোগ নেই।

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আগের ৬৯টি প্রতীকের পরিবর্তে নতুন তালিকায় অন্তত ১১৫টি প্রতীক যুক্ত করার পরিকল্পনা করছে। সে লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত ‘শাপলা’কে নির্বাচন প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হলে তা রাজনৈতিক বিতর্ক ও সাংবিধানিক জটিলতা তৈরি করতে পারে। তাই কমিশনের এই সিদ্ধান্ত জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

Shera Lather
Link copied!