ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পল্টন জোন সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং সার্বভৌমত্বে হুমকিস্বরূপ। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের একটি ঘৃণ্য প্রচেষ্টা।’
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক দেশব্যাপী সব ইমানদার, দেশপ্রেমিক এবং স্বাধীনতা-সচেতন নাগরিকদের দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন-সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন-সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া অনুমোদিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতিসংঘের আওতায় ২০০২ সালে গৃহীত হয় ‘নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন’-এর একটি ঐচ্ছিক প্রটোকল। এর উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী নির্যাতন ও অনৈতিক শাস্তি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও তদারকি জোরদার করা।