বিশ্ব জনসংখ্যা দিবস আজ। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালন করতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, ‘একটি ন্যায্য এবং আশাবাদী পৃথিবীতে পছন্দের পরিবার গড়ে তুলতে তরুণদের ক্ষমতায়ন করা’।
দিবসটি স্বাস্থ্য, শিক্ষা, স্থায়িত্ব এবং মানবাধিকারসহ জনসংখ্যা সম্পর্কিত বিষয়গুলোর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে। জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত এই দিবসটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি টেকসই এবং ন্যায়সংগত ভবিষ্যৎ নিশ্চিত করে এমন নীতিমালা প্রচার করা।
দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই বিশ্ব জনসংখ্যা দিবসে ইতিহাসের বৃহত্তম যুব প্রজন্মের সম্ভাবনা ও প্রতিশ্রুতিকে উদযাপন করছি। তারা শুধু ভবিষ্যৎ গড়ে তুলছে না, তারা এমন একটি ভবিষ্যৎ দাবি করছে, যা ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই। এবারের প্রতিপাদ্য ১৯৯৪ সালের আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের প্রতিশ্রুতিকেই পুনঃনিশ্চিত করে। সে প্রতিশ্রুতি ছিল প্রত্যেক মানুষের যেন নিজের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘আজকের অনেক তরুণ অর্থনৈতিক অনিশ্চয়তা, লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্যঝুঁকি, জলবায়ু সংকট ও সংঘাতের মুখোমুখি হচ্ছে। তবুও তারা নেতৃত্ব দিচ্ছে সাহস, বিবেক ও স্পষ্টতা নিয়ে। তারা এমন এক সমাজের আহ্বান জানাচ্ছে, যেখানে তাদের অধিকার রক্ষা পায় এবং তাদের সিদ্ধান্তকে সম্মান করা হয়। দেশগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন এমন নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে, যা শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং প্রজনন অধিকার নিশ্চিত করে।’
এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি উদযাপন করবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।