গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ ছাড়া কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।
বিবৃতিতে বলা হয়, কমিটিকে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিতে হবে।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটল এবং আইনের শাসন বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ সহিংসতা বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।