ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

আসছে আরেকটি লঘুচাপ, ভারী বর্ষণের শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২১ পিএম
প্রতীকী ছবি

কয়েক দিন টানা বৃষ্টির রোদের দেখা মিলেছে রাজধানী ঢাকায়। দেশের অনেক অঞ্চলেই আজ রোদ উঠেছে। তবে এমনটা হয়তো থাকছে না। আগামী তিনদিন আবার দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে আগামী সপ্তাহের শেষ দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার কারণে আগামী সোমবার (২১ জুলাই) থেকেই আবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। 

লঘুচাপ সৃষ্টির পর ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে সারাদেশে। শুক্রবার (১৮ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে এ তথ্য।  

জানা গেছে, ২৪ জুলাই সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর আগে বৃষ্টি কমবে-বাড়বে। তবে আগামী তিনদিন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

আগামীকাল শনিবারের (১৯ জুলাই) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

পরের দিন রোববার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আগের দিনের মতোই দেশের চারটি বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এ সময়।