ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই শহীদদের জন্য মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৪:৩২ পিএম
মসজিদে খতিব ও মুসল্লিরা দোয়া করছেন। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর সারা দেশের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির উদ্যোগ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। এর আগে গত বুধবার (১৬ জুলাই) ‘শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। 

সেদিনও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।

শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব তার মোজানাতে দেশবাসী ও বিশ্ববাসীর পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া করেন। দেশের প্রতিটি মসজিদে একইভাবে দোয়া করেন খতিবরা। মুসল্লিরাও অংশ নেন এবং প্রাণে খুলে দোয়া করেন।