বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি বলেন, ‘এত দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর দক্ষতা এর আগে ১৫০টি দেশ ও অঞ্চলের কোথাও দেখিনি।’
শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এসব মন্তব্য করেন ড্রেয়ার।
তিনি বলেন, ‘স্পেসএক্স ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করছে। কিন্তু বাংলাদেশের মতো এতো দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত আমরা কোথাও দেখিনি। আপনার (ড. ইউনূসের) নেতৃত্বে আমরা যে অভিজ্ঞতা পাচ্ছি, তা অসাধারণ। আপনার দলের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’
বৈঠকে ড. ইউনূস বলেন, ‘এখন বর্ষাকাল—সবুজে মোড়ানো দেশটা দারুণ সুন্দর। কিন্তু বাস্তবতা হলো, বন্যা ও জলাবদ্ধতা একটা বড় চ্যালেঞ্জ। তাই ভালো কানেক্টিভিটির জন্য নির্ভরযোগ্য প্রযুক্তির দরকার রয়েছে।’
তিনি বলেন, ‘পার্বত্য ও দূরবর্তী এলাকায় ভালো শিক্ষক ও চিকিৎসক পাওয়া কঠিন। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করতে চাই, যাতে এসব অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হয়।’
ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়েও গুরুত্ব দিয়ে কথা বলেন ড. ইউনূস। বলেন, ‘আমরা চাই মানুষ ঘরে বসে চিকিৎসকের পরামর্শ নিতে পারুক। এতে শুধু সময় বাঁচবে না, নারীদের জন্যও বিশেষভাবে সহায়ক হবে—বিশেষ করে গর্ভাবস্থায়। রোগীর ইতিহাস সংরক্ষিত থাকলে ভবিষ্যতের চিকিৎসাও সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরাও এই ডিজিটাল হেলথ সুবিধা নিতে পারবেন। ভাষাগত সমস্যার কারণে বিদেশে অনেকেই ডাক্তারের কাছে যেতে ভয় পান। তবে দেশের চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারলে তা তাঁদের জন্য সহায়ক হবে।’
ড. ইউনূসের এই পরিকল্পনাগুলোর প্রশংসা করে স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আপনি যা করছেন, সেটি শুধু বাংলাদেশ নয়, অন্য দেশগুলোর জন্যও উদাহরণ হতে পারে। আমরা চাই এসব দৃষ্টান্ত অন্য নেতাদের সঙ্গে ভাগ করে নিতে।’
তিনি আরও বলেন, ‘আপনি যে উদ্যোগে সরকারি সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তা প্রশংসনীয়। দুর্নীতি কীভাবে উন্নয়নের অন্তরায় হতে পারে, সেটা আমরা জানি। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা সত্যিই সময়োপযোগী ভাবনা।’
বৈঠকে উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আপনার মতামত লিখুন :