জুলাই যোদ্ধাদের হতাহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জুলাই যোদ্ধাদের জন্য কোটার প্রশ্নে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ‘না, না, কোনো কোটা থাকবে না। তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেব।’
ফারুক-ই-আজম বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এঁদের (গণঅভ্যুত্থানে হতাহত) পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভেতরে ফ্ল্যাট দেওয়া বা চাকরির কোটা দেওয়া, এসব বিষয় নাই।
তিনি আরও বলেন, পুনর্বাসনের কর্মসূচি আছে, পুনর্বাসন নানাভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে, যার যার যোগ্যতা অনুযায়ী যে যেভাবে পুনর্বাসিত হতে চায়, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস-মুরগি বা পশু পালন করেন—যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সরকারের পক্ষ থেকে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :