আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীরা ভোটকক্ষে সরাসরি সম্প্রচার কিংবা গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না, এমন নির্দেশনা দিয়ে সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য এই নীতিমালা জারি করা হয়।
নীতিমালায় বলা হয়েছে, সাংবাদিকরা বৈধ পাস কার্ড নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং প্রিজাইডিং অফিসারকে অবহিত করে সংবাদ সংগ্রহ করতে হবে। তবে ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ এবং গোপন কক্ষের কোনো দৃশ্য ধারণ করা যাবে না।
সাংবাদিকরা একসঙ্গে দুইটির বেশি মিডিয়ার প্রতিনিধি ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং তারা সেখানে সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন। এ ছাড়া ভোটকক্ষে কোনো সাক্ষাৎকার গ্রহণ করাও নিষিদ্ধ করা হয়েছে ।
ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুমতি থাকলেও সেই সময়েও সরাসরি সম্প্রচার করা যাবে না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটকক্ষ থেকে লাইভ দেওয়া নিষিদ্ধ থাকবে।
নীতিমালায় বলা হয়েছে, সংবাদকর্মীদের চলাচলে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি থাকবে। অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, আন্তর্জাতিক ও বিদেশি সাংবাদিক এবং স্বীকৃত ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেওয়া হবে। এসবের জন্য নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদন করতে হবে।
উল্লেখ্য, এই নীতিমালা শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয়, স্থানীয় পর্যায়ের (জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন) নির্বাচনেও প্রযোজ্য হবে।