রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বুধবার (২৩ জুলাই) বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন, যা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করে সরকার।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।