স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা তার পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ-সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :