ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নির্বাচনকে ঘিরে আগস্ট থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৬:১১ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি -রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আগস্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত। এসপি-ওসি বদলি স্বাভাবিক প্রক্রিয়া, এটা হলে জানতে পারবেন বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যতবড়ই হোক, যে দলেরই হোক, কোন ছাড় নয়।

তিনি প্রশ্ন করে বলেন, গুলশানে চাঁদাবাজীতে কী ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।

মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে।