ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিভিন্ন দূতাবাসে প্রশাসনের ১৭ কর্মকর্তাকে নিয়োগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৪৭ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

বিভিন্ন দূতাবাসে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিদেশি মিশনে পদায়ন করা হয়েছে।

নিয়োগ পেলেন যেসব কর্মকর্তা:

  • যুগ্ম সচিব মো. সিদ্দিকুর রহমান— মালয়েশিয়ার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম)
  • যুগ্মপ্রধান জুবাইদা মান্নান— ওমানের মাস্কাট বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (শ্রম)
  • যুগ্ম সচিব মাহমুদুর রহমান— সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (শ্রম)
  • উপ-প্রধান এস এম সাইফুর রহমান— কুয়েত দূতাবাসে কাউন্সেলর (শ্রম)
  • সিনিয়র সহকারী সচিব মেহরুবা ইসলাম— ইতালির মিলান কনস্যুলেট জেনারেলে প্রথম সচিব (শ্রম)
  • অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা— সুইজারল্যান্ডের জেনেভা দূতাবাসে প্রথম সচিব (শ্রম)
  • অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসান— সৌদি আরবের জেদ্দা কনস্যুলেট জেনারেলে প্রথম সচিব (শ্রম)
  • সিনিয়র সহকারী সচিব আরিফ ফয়সাল খান— সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসে প্রথম সচিব (শ্রম)
  • সিনিয়র সহকারী প্রধান ফারাহ তানজিলা মতিন— সিঙ্গাপুর দূতাবাসে প্রথম সচিব (শ্রম)
  • সহকারী পরিচালক নুর আহমেদ মাছুম— অস্ট্রেলিয়ার ক্যানবেরা দূতাবাসে প্রথম সচিব (শ্রম)
  • ইউএনও শোয়াইব আহমেদ— কাতারের দোহা দূতাবাসে প্রথম সচিব (শ্রম)
  • সিনিয়র সহকারী সচিব মার্জিয়া সুলতানা— গ্রিসের এথেন্স হাইকমিশনে প্রথম সচিব (শ্রম)
  • উপ-পরিচালক জহির ইমাম— থাইল্যান্ডের ব্যাংকক দূতাবাসে প্রথম সচিব (শ্রম)
  • সহকারী একান্ত সচিব মাহিদ-আল হাসান— স্পেনের মাদ্রিদ দূতাবাসে প্রথম সচিব (শ্রম)
  • অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন— মিসরের কায়রো হাইকমিশনে প্রথম সচিব (শ্রম)
  • অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈল— রাশিয়ার মস্কো হাইকমিশনে প্রথম সচিব (শ্রম)
  • উপ-পরিচালক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ— রুমানিয়ার বুখারেস্ট হাইকমিশনে প্রথম সচিব (শ্রম)

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।