ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পাঠ্যবইয়ে ফিরছে হিজাব-টুপি, বাদ যাচ্ছে ‘মোনালিসা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:০৬ পিএম
শেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষ ২০২৬ সাল থেকে আলিয়া মাদ্রাসার প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। পাঠ্যবইয়ে ছেলেমেয়ের ছবিতে হিজাব ও টুপি যুক্ত করা হবে এবং নামের ক্ষেত্রেও ব্যবহার হবে ধর্মীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত নাম। পাশাপাশি নতুন সিলেবাসে যুক্ত হবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের ইতিহাস।

জানা গেছে, ২০১২ সালের কারিকুলাম থেকে এসব পরিবর্তন এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর আসন্ন নতুন শিক্ষাবর্ষ থেকে সেই কারিকুলাম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, নতুন কারিকুলাম আধুনিকায়ন করা হবে এবং সিলেবাসে পরিমার্জন এনে পাঠদান শুরু হবে।

বোর্ড সূত্র জানায়, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মাদ্রাসার মোট ৩৩টি নিজস্ব পাঠ্যবইয়ের পাশাপাশি জেনারেল বিষয়েও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনসিটিবির কাছে খসড়া জমা দেওয়া হয়েছে।

কারিকুলাম বিশেষজ্ঞরা জানান, বিতর্কিত কিছু বিষয় বাদ যাবে। যেমন আকাইদ-ফিকহ বইয়ে ‘মাজার’ সম্পর্কিত অধ্যায় ও শিরকের ব্যাখ্যা থাকবে না। ইসলামিক কৃষ্টি-কালচারকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া পাঠ্যবইয়ে অনামিকা বা মোনালিসার মতো নাম বাদ দিয়ে ফাতেমা, আয়েশা, খাদিজা ইত্যাদি নাম যুক্ত হবে। ছবিতেও হিজাব বা টুপি ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

এ ছাড়া জেনারেল বইগুলো থেকে ফ্যাসিবাদ সংক্রান্ত বিষয় বাদ দিয়ে জুলাই বিপ্লবের ইতিহাসকে গুরুত্ব দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে আগের কারিকুলাম চালু হচ্ছে। তবে সিলেবাসে পরিমার্জন আনা হবে এবং পাঠ্যবইয়ে ধর্মীয় কৃষ্টি ও আধুনিকায়ন দুটোই বজায় রাখা হবে।’