সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার (২৯ জুলাই) এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের ৩১ আগস্ট ধনঞ্জয় কুমার দাসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে বদলি করা হয়। পরবর্তীতে তাকে আবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তবে তিনি সেখানে আর যোগদান করেননি।
৩ সেপ্টেম্বর ২০২৩ থেকে বিনা অনুমতিতে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ২(চ) ধারা অনুযায়ী এটি ‘পলায়ন’ হিসেবে গণ্য, যা শাস্তিযোগ্য অপরাধ।
এ ছাড়া, সরকারি আদেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি ফৌজদারি মামলাও দায়ের হয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।