ভোটার সংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি কমিটি। প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ ভোটারসংখ্যার জেলা গাজীপুরে একটি আসন বাড়ছে এবং সর্বনিম্ন ভোটারসংখ্যার জেলা বাগেরহাটে একটি আসন কমছে।
আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে কারিগরি কমিটি আসন পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে। গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে সর্বনিম্ন ভোটার থাকায় একটি আসন কমানোর প্রস্তাব এসেছে।
কমিশনার আনোয়ারুল আরও জানান, প্রস্তাবিত খসড়া অনুযায়ী মোট ৩৯টি আসনে সীমানা পরিবর্তন আসছে। এ বিষয়ে ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে। এরপর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন পুনর্বিন্যাস বিষয়ে তিনি বলেন, ইসি ইতোমধ্যে সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। আগামীকাল গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ইসি ১৬ জুলাই ৯ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছিল। তারা জেলার ভোটার সংখ্যা বিশ্লেষণ করে গ্রেডিং করেছেন। যেসব জেলায় মাত্র ১, ২ বা ৩টি আসন রয়েছে, সেগুলো ভাঙার সুযোগ নেই। এসব জেলার সীমানা বাড়ানো বা কমানোর চিন্তা করা হয়নি।
আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, যেসব জেলায় আসন সংখ্যা প্রায় ২৫০-এর কাছাকাছি ছিল সেসব জেলার পক্ষ থেকে সীমানা পুনর্নির্ধারণে কোনো আবেদন আসেনি। তাই সেসব জেলাতে কোনো পরিবর্তন আনা হয়নি।
আপনার মতামত লিখুন :