জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা জাতির সামনে এটি উপস্থাপন করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
জানা গেছে, ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে, যার মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের পটভূমি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জুলাইয়ের যে ঐতিহাসিক ভিত্তি তা এতে প্রতিফলিত হবে। এখানে আমরা কি অর্জন করতে চাই, সেটা স্পষ্ট হবে। জুলাইয়ের মধ্যে যে শক্তিগুলো ছিল, যতগুলো রাজনৈতিক দল ছিল, তারা সবাই অন্তর্বর্তী সরকারের অংশিজন। তাদের সবার আশা-আকাঙ্ক্ষা এতে স্থান পাবে।’
আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। এ সময় উপস্থিত থাকবে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল।
প্রেস সচিব বলেন, ‘৫ তারিখে, প্রধান উপদেষ্টার কথাও এসেছে, উনি এটা পড়বেন। আমরা সবাই, সব রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সবাই উপস্থিত থাকবেন।’
ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পটভূমি, আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, গণহত্যা, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি এবং বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় উঠে এসেছে।
এর আগে শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজন করা পুনর্জাগরণ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের মধ্যেই আপনারা বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র দেখতে পাবেন। আজই তারিখটি ঘোষণা হতে পারে কিংবা এর আগেও প্রকাশ হতে পারে।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে উঠে আসবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভূমিকা, তাদের আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক প্রেক্ষাপট। কেন জুলাইয়ে গণঅভ্যুত্থান ঘটেছে, আর আমরা কোন পথে এগোতে চেয়েছি, তা থাকবে এই দলিলে।
এর আগে ১ আগস্ট রাতে ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি ঘোষিত হবে। এই দলিলকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।
স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই রাতে ফেসবুকে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…’
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৮ আগস্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যার প্রধান লক্ষ্য রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ। এই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :