ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৬:০৭ পিএম
ব্যাংক লেনদেন । ছবি- সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (সোমবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ আগস্ট ২০২৫ তারিখ এক দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। সার্কুলারে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম।

তবে ব্যাংক কর্মকর্তারা জানান, সেদিন ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং চালু থাকবে। গ্রাহকরা এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ব্যবহার করে টাকা উত্তোলন ও জমা দিতে পারবেন। অর্থাৎ ডিজিটাল লেনদেন স্বাভাবিকভাবেই চলবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন এবং সাধারণ ছুটি ঘোষণা করে। দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের নির্দেশনাও রয়েছে।