সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:৩২ পিএম

অক্টোবরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে: ইসি সচিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:৩২ পিএম

সাংবাদিকদের ব্রিফ করছেন  ইসি সচিব আখতার আহমেদ। ছবি- সংগৃহীত

সাংবাদিকদের ব্রিফ করছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আখতার আহমেদ।

সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হবে।

আখতার আহমেদ বলেন, ভোটের তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি কমিশনের এখতিয়ারভুক্ত বলেও জানান তিনি।

ইসি সচিব আরও বলেন,‘আমরা প্রস্তুতির টাইমলাইন অনুযায়ী কাজ করছি। ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, পর্যবেক্ষক সংস্থা ও আইন-বিধির সংস্কারসহ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কমিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

ভোটের সময় ও তফসিল নির্ধারণে প্রস্তুতি প্রায় শেষ ধাপে

ইসি সচিব বলেন, ভোটের সম্ভাব্য সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তবে নির্বাচন কমিশনের নিজস্ব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রায় সব কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

তফসিল কবে ঘোষণা হবে এই প্রশ্নে সচিব বলেন, ‘তফসিল ঘোষণা একান্ত নির্বাচন কমিশনের বিষয়। আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি, সময়মতো জানানো হবে।’

তিনি জানান, সময় ধরে তৈরি করা টাইমলাইন, অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ এগোচ্ছে। কী কী হচ্ছে, আর কী হবে তা ধাপে ধাপে জানানো হচ্ছে।

ভোটার তালিকা ও সীমানা

আখতার আহমেদ জানান, ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ভোটার। ১০ আগস্ট বাড়ি বাড়ি গিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং ৩১ আগস্ট চূড়ান্ত করা হবে। এবার প্রায় ১৩ কোটির কাছাকাছি ভোটার থাকবে বলে ধারণা।

৩০০ আসনের খসড়া সীমানা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত আপত্তির সুযোগ রয়েছে এবং আগস্টেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সচিব।

দলীয় নিবন্ধন ও অডিট রিপোর্ট

এবার ১৪৫টি দল নিবন্ধনের আবেদন করেছে, যার মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণ করে পুনরায় কাগজপত্র জমা দিয়েছে। ৩০টি দল নিরীক্ষা প্রতিবেদন জমা দিলেও ৫টি দল এখনো দেয়নি।

প্রস্তুত হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও প্রশিক্ষণ

ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনা হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ে তা শেষ হবে।

প্রবাসী ভোট ও পর্যবেক্ষক টিম

প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর প্রকল্পের অনুমোদনের অপেক্ষায় আছে । ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন সচিব।

আইন ও আচরণবিধি সংশোধন

ভোটার তালিকা, নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষক নীতিমালাসহ একাধিক আইন ও বিধিমালার সংশোধন কাজ চলছে। আচরণবিধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অপব্যবহার ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আস্থা ফেরাতে পদক্ষেপ

ইসি সচিব জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে ইতোমধ্যে দুই শতাধিক কর্মকর্তার বদলি করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জায়গাটা প্রশাসনিক। এখন পর্যন্ত সোজা দাঁড়িয়ে আছি, দোয়া করবেন যেন এমনই থাকি।’

Shera Lather
Link copied!