স্পেনে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন, কাতালোনিয়ার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের আহ্বায়ক কমিটি।
রোববার (৩ আগস্ট) বার্সেলোনার কাসা বাংলা রেস্টুরেন্টে আয়োজিত হয় কমিটি গঠন সংক্রান্ত এ সভা।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে শিপলু আহমেদ নিয়াজীকে সভাপতি এবং জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এবং অতি অল্প সময়ের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে তৃতীয় মেয়াদের ২০২৫-২৭ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
নবঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, অতীতের ধারাবাহিকতায় সবাইকে সঙ্গে নিয়ে সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত হবে। তারা ব্যবসায়ী সমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা আফতাব নজরুলের সভাপতিত্বে এবং অপর উপদেষ্টা আফাজ জনির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল ওয়াহিদ এবং স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের আমিন আলী রফিক, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, এলাইচ মিয়া প্রমুখ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন