ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ নেদারল্যান্ডস দূতাবাসপ্রধানের

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৩:৪৪ পিএম
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কার্সটেনস। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশনপ্রধান আন্দ্রে কার্সটেনস। বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে কার্সটেনসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিক ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ।

বৈঠকে কার্সটেনস বিগত বছরগুলোতে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে পূর্ববর্তী সরকারকে উৎখাতের পর একটি ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন। এ ছাড়া কার্স্টেনস সম্প্রতি প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্রের’ প্রশংসা করে এটিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটকে ‘সেতুবন্ধন’ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

সাক্ষাৎকারে পানি, বাণিজ্য এবং টেকসই উন্নয়নে দু’দেশ একে অপরের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন দু’জনেই।

এ সময় সংহতি প্রকাশের নিদর্শন হিসেবে কার্সটেনস ড. ইউনূসকে বাংলাদেশের জেনারেশন জেডের নেতৃত্বে জুলাই বিপ্লবের চেতনা উদযাপনের জন্য লেখা একটি গান উপহার দেন। এ ছাড়া জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানের সুর ব্যবহার করে তার লেখা গান কারস্টেনস রেকর্ড করে একটি ভিডিও শেয়ার করেন।