ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু করা হবে অ্যাওয়ার্ড: প্রেস সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৪:০৮ পিএম
প্রেস সচিব শফিকুল আলম ও মেহেরিন চৌধুরী। ছবি- সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মেহরিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে প্রাণে বাঁচিয়েছেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় রাখতে শিক্ষা মন্ত্রণালয় তার নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে, যা প্রতি বছর সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য শিক্ষকদের মধ্যে প্রদান করা হবে।

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যা দুপুরে শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের সময় এটি ছিল উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। এ উপলক্ষে সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করলে সচিবালয়জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শুধুমাত্র ১ নম্বর গেট খোলা রেখে বাকি সব গেট বন্ধ রাখা হয়, দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে বন্ধ ছিল।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

গত সপ্তাহে বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন ধরে গেলে শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরী। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর এই আত্মত্যাগ দেশজুড়ে আলোড়ন তোলে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে সাধারণ জনগণ।