বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ ও বিভিন্ন কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে জনপ্রশাসনবিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এ কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৬ আগস্ট) এ কমিটি পুনর্গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা আজ (২৭ আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কমিটিতে আরও থাকছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
নতুন কমিটির প্রধান কাজ হবে প্রশাসনিক নিয়োগ-প্রক্রিয়া, বিভাগীয় সমন্বয় এবং বিভিন্ন সরকারি কার্যক্রমের কার্যকারিতা পর্যবেক্ষণ করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পুনর্গঠিত কমিটি প্রশাসনকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন